চম্বলের গহীন থেকে খুঁজে আনা মনি-মুক্ত
[kodex_post_like_buttons]
সৌগত রায়বর্মন:
মাঝে কেটে গেছে চল্লিশ বছর। এই সময়টা কিভাবে যেন হেঁটে চলে গেল । এখন স্মৃতি বিস্মৃতির দিকে এক পা এক পা করে এগোনোর পালা। সেই সময়টার দিকে তাকালে আজও দেখতে পাই চম্বল নামের একটা মিস্টি নদীর জল,ভাঙ্গা মাটির বেহড়, ময়ুরের নাচ, জব মক্কাইয়ের আদিগন্ত খেত, আর এক দঙ্গল ভালো মানুষজন। কাধে বন্দুক, খেটো ধুতি, ইয়া গোঁফওয়ালা, প্রবল জাত্বাভিমানী রবিনহুডের দল। মান সিং থেকে মালখান, পুতলি থেকে ফুলন, একই ট্র্যাডিশন। বদলা নিয়ে বদল চাই। কিন্তু তারা ডাকাত নয়, বাগী, সমাজবিরোধী নয় সমাজসেবি। চম্বল উপত্যকায় তারা প্রতিষ্ঠান বিরোধী প্রতিষ্ঠান। কার সাধ্য তাদের প্রতিরোধ করে?
সাতের দশকের শেষ ভাগে কবি-সাংবাদিক মৃদুল দাশগুপ্ত আর আমার একবার সুযোগ হয়েছিল এই রহস্যময় উপত্যকা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার। আমাদের অভিজ্ঞতার ঝুলি থেকে, যা আজও মনে আছে সেই স্মৃতি পাঠকদের উপহার দেওয়ার চেস্টা করছি। এই প্রতিবেদন এখানে প্রকাশিত হবে পর্যায়ক্রমে। আগামী কাল থেকে প্রতি শনি ও রবিবার প্রকাশিত হবে এই ‘চম্বল কাহিনী’।