January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পোড়া গন্ধ পেয়ে ঘুম তো ভাঙলো কিন্তু বেরোনোর আগেই ঝলসে শেষ সাত 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বিধ্বংসী অগ্নিকাণ্ড মধ্যপ্রদেশের ইনদওরে। ঝলসে মৃত্যু হল সাত জনের। অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক আরও পাঁচ জন।

শনিবার ভোররাতের দিকে ইনদওরের স্বর্ণ বাগ কলোনীতে একটি তিনতলা বাড়িতে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। সেই সময় ওই বাড়ির সকল বাসিন্দাই গভীর ঘুমে ছিলেন। আগুন লেগেছে টের পাওয়ার আগেই বিপদ ঘটে যায়। ঘরে ঘরে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাড়ি।

ওই বাড়িরই এক বাসিন্দা জানাচ্ছেন, তখন রাত ৩টে হবে। আচমকাই চেঁচামেচির আওয়াজ ভেসে আসে। বহু মানুষের আর্তনাদ শোনা যায়। বাইরে বেরোতে গিয়ে দেখেন গোটা বাড়িটাই ধোঁয়ায় ভর্তি। আশপাশের ঘরগুলো পুড়ছে। সেখান থেকেই কান্নার শব্দা ভেসে আসছে। কোনওরকমে পালাতে পেরেছেন কয়েকজন। আগুনে পুড়ে আশঙ্কাজনক পাঁচ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। দমকলকর্মীরা বলছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন এতটাই ভয়ঙ্কর চেহারা নেয় যে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা এক মোটরবাইকেও আগুন ধরে যায়।

Related Posts

Leave a Reply