দিল্লির আয়কর ভবনে অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে মৃত ১, আগুন নেভাতে দমকলের ২১টি ইঞ্জিন
কলকাতা টাইমস :
দিল্লির আয়কর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার বিকেলে আয়কর ভবনের তিন তলায় আগুন লাগে। দ্রুত আগুন গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২১টি ইঞ্জিন। শ্বাসরুদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
দমকলকর্মীরা এসে দ্রুত গোটা ভবনটি খালি করে দেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সেসময়ই শ্বাসরুদ্ধ হয়ে আয়কর ভবনের এক কর্মী অসুস্থ হয়ে পড়েন। ৪৬ বছর বয়সী ওই কর্মী সুপারিনটেনডেন্ট পদে ছিলেন। দ্রুত তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান দমকলকর্মীরা। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অগ্নিকাণ্ডে আরও কয়েকজন কর্মী আহত হয়েছেন।
দমকলের এক আধিকারিক জানিয়েছেন, এদিন দুপুর ৩টে নাগাদ তাঁরা আগুন লাগার খবর পান। প্রাথমিকভাবে দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে দমকলের মোট ২১টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য আসে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মোট সাতজনকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সময়ে আয়কর ভবনে যারা ছিলেন তাদের অনেকেই আয়কর ভবনের বিভিন্ন জানালার ধারে আশ্রয় নিয়েছিলেন। লম্বা মই দিয়ে তাঁদের নিরাপদে নামিয়ে আনেন দমকলকর্মীরা। যদিও ঠিক কী কারণে আগুন লাগে তা এখনও জানা যায়নি।