আগুন লাগলেও বাঁচলো সিএমআরআই
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সন্ধ্যেয় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছাড়িয়ে পড়লো সিএমআরআই হাসপাতালে । আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন রোগী ও হাসপাতাল কর্মীরাও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাসপাতালের চক্ষু বিভাগে আগুন লাগে। যদিও সেই আগুন খুব বড়ো আকার ধারণ করার আগেই দমকলের ৩ টি ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে। এরপর আরো কয়েকটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জুহি
যদিও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে রোগীদের হাসপাতাল থেকে বার করে আনা হয়। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল সূত্রে খবর তদন্ত করার পর জানা যাবে আগুন লাগার কারণ কি ।
প্রসঙ্গত, ২০১১-র ৯ ডিসেম্বর রাতে আগুন লাগে আমরি হাসপাতালে। জীবন্ত দগ্ধ হয়ে মারা যান ঢাকুরিয়া আমরি হাসপাতালের ৯২ জন রোগী।