অস্ট্রেলিয়ার আকাশে আগুন !
কলকাতা টাইমসঃ
আকাশে আগুন! এমনও আবার হয় নাকি? কিন্তু, ইংল্যান্ডের আকাশে হঠাৎই উদয়হলো অদ্ভূত এক আগুনের ফুলকি! করোনা আবির্ভুত বিশ্বে আপাতত এই ঘটনাই চিন্তায় ফেলেছে ইংল্যান্ডের বিজ্ঞানী মহলে। কেম্ব্রিজশায়ারের লোকজন এই আজব ঘটনায় বেশ চমকিত। নিচের দিকে ধোঁয়ারআকার নিতেও দেখা যায় আলোটিকে।
জানা যাচ্ছে, ঘটনাটি সর্ব প্রথম লক্ষ্য করেন গেরি আন্ডারউড নামের এক ব্যক্তি। তবে বেশ কিছুক্ষণ আকাশে ভেসে থাকার পরই হঠাৎই উধাও হয়ে যায় রহস্যজনক এই বস্তুটি। বস্তুটিকে ১০ থেকে ২০ মিনিট আকাশে ভেসেথাকতে দেখা যায়। তবে বিশেষজ্ঞদের ধারণা, এই রঙের শিখা সূর্যরশ্মির প্রতিফলনও হতে পারে।