করোনায় আক্রান্ত দমকল মন্ত্রী সুজিত বসু
কলকাতা টাইমসঃ
করোনায় আক্রান্ত হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আজ শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে জানা। এই ঘটনার ফলে এই প্রথম ভারতের কোনো রাজ্যের কোনো মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টেলিফোনে তার ক্যাবিনেট মন্ত্রীর সাস্থের খোঁজ নেন।
সূত্রের খবর মন্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ হলেও তার মধ্যে ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যায়নি। যে কারণে তাকে আপাতত হোম আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসকদের করা পর্যবেক্ষণে রাখা হবে তাকে। প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরিত করা হবে তাকে। সুজিত বসুসুর পরিবারের সকলকেই ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।