November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

প্রথম হিন্দু জেলা উত্তর পূর্ব দিল্লি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভারতকে হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবির মাঝেই উত্তর-পূর্ব দিল্লিকে হিন্দু রাষ্ট্রের প্রথম জেলা ঘোষণা করল হিন্দু রাষ্ট্র পঞ্চায়েত নামে একটি সংগঠন। যদিও এই প্রথম নয় যখন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ ও তাদের সহযোগী সংগঠন ভারতকে হিন্দু রাষ্ট্রের দাবি করেছে। 

রবিবারের অনুষ্ঠান থেকে হিন্দু রাষ্ট্র পঞ্চায়েত উত্তর-পূর্ব দিল্লির বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সংখ্যালঘুদের বাড়ি ভাড়া না দিতে। সংখ্যালঘুদের কাছে জমি-বাড়ি বিক্রি না করতেও আর্জি জানিয়েছে ওই সংগঠন।

ওই অনুষ্ঠানের আয়োজক বিজেপি নেতা তথা হিন্দু ইউনাইটেড ফ্রন্টের প্রধান জয় ভগবান গয়াল। উপস্থিত ছিলেন বিজেপি সংসদীয় বোর্ডের সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যনারায়ণ জতিয়া ও উত্তর দিল্লির প্রাক্তন মেয়র অবতার সিং।

প্রসঙ্গত, যে এলাকাটিকে হিন্দু জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে সেখানেই ২০২০-তে ভয়াবহ দাঙ্গার শিকার হয়। দুই সম্প্রদায়ের মোট ৫৩জন নিহত হন। আহত হন সাতশোর বেশি। এখনও দুই সম্প্রদায়েরই কিছু মানুষ এলাকা ছাড়া বলে স্থানীয়দের দাবি।

Related Posts

Leave a Reply