এই পদে প্রথম ভারতীয়ের জোর দেখবে আমেরিকা !
কলকাতা টাইমস :
ভারতীয় হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস । আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন রানিং মেট হিসেবে বছর ৫৫ র কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন। গতকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়া থেকে কমলা হ্যারিসকে রানিং মেট হিসেবে ঘোষণা দেন তিনি।
কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালান (ব্রেস্ট ক্যানসার বিজ্ঞানী) ছিলেন ভারতীয় এবং বাবা অধ্যাপক ডোনাল্ড হ্যারিস (স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অর্থনীতির এমিরিটাস অধ্যাপক) ছিলেন জ্যামাইকান।
এই প্রথম ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টি থেকে একজন আফ্রিকান ও এশিয়ান আমেরিকান মহিলাকে ভাইস প্রেসিডেন্টের মনোনয়ন দেওয়া হলো। আমেরিকার রাজনীতির ইতিহাসে এটি একটি বিশাল পদক্ষেপ।
বারাক ওবামা প্রেসিডেন্ট হয়ে যেমন ইতিহাস রচনা করেছেন, একইভাবে কমলাও একজন মহিলা হিসেবে জয়ী হতে পারলে আরেকটি ইতিহাসের সৃষ্টি হবে।
ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার লড়াইয়ে ছিলেন। এখন বাইডেনের রানিং মেট হলেন কমলা হ্যারিস।
তিনি ইতিপূর্বে সানফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এবং পরবর্তী সময়ে ক্যালিফোর্নিয়া স্টেটের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৬ সালের নির্বাচনে ইউএস সিনেটর হিসেবে জয়ী হয়েছেন। কমলা ছিলেন ইউএস সিনেটে প্রথম দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত কোনো মহিলা ।
ওবামা প্রশাসনে দুই দফায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো ৭৭ বছর বয়সী বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার সময় জানিয়েছিলেন, তার রানিং মেট হবেন একজন নারী। অনেক বিচার বিশ্লেষণের পর সংক্ষিপ্ত পাঁচ নারীর তালিকা তৈরি করেন তিনি। শীর্ষে ছিলেন কমলা হ্যারিস।