January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

প্রথম জামাইষষ্ঠী, কী নতুন অপেক্ষা করছে নব দম্পত্তি রাজ-শুভশ্রী ও অর্জুন-পাওলি-র জন্য ?

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস
সদ্য সাতপাকে বাধা পড়েছেন রাজ-শুভশ্রী  ও পাওলি-অর্জুন । এবার প্রথম জামাইষষ্ঠী। এই প্রথম জামাইষষ্ঠীতে নতুন কি অপক্ষা করছে নব দম্পত্তিদের জন্য ?

অর্জুন–পাওলি : কয়েকমাস আগেই সাতপাকে বাঁধা পড়েছেন পাওলি। প্রথম জামাইষষ্ঠী, তাই পাওলির মা পাপিয়া দামের পরিকল্পনা  মেয়ে-জামাই একসঙ্গে আসবে। যদিও পাওলি আর অর্জুন বেশ ব্যস্ত ওই সময়, তারা কলকাতায় থাকবেন কি না সেখানে একটা ছোট্ট প্রশ্নচিহ্ন রয়েছে।

কিন্তু ওইদিনে না হলেও জামাইষষ্ঠীর অনুষ্ঠান করতে চান পাওলির মা পাপিয়া দেবী। তাই আগে থাকতে অনেক কিছু ভেবে রেখেছেন তিনি। অর্জুন মাছ খান না বিশেষ, কিন্তু বোনলেস ভেটকি আর গলদা চিংড়ি পছন্দ করেন। তাই ওইদিনে জামাইয়ের পাতে গলদা চিংড়ি তো দেবেনই আর রাখার ইচ্ছে রয়েছে অর্জুনের পছন্দের বাকি পদগুলোও। যেমন, কাঁকড়ার ঝাল, হাঁসের ডিমের কারি, মাটন কষা, ফিশ ফ্রাই বা ভেটকি পাতুরি।

নিরামিষ পদ খুব পছন্দ অর্জুনের। এঁচড়ের ডালনা আর কয়েকটা নিরামিষ পদও থাকতে পারে। পাওলির কিন্তু শুধু পছন্দ ইলিশ মাছ। জামাইষষ্ঠীতে মায়ের হাতের ইলিশ মাছ পেলেই খুশি অভিনেত্রী। এর পাশাপাশি মেয়ে-জামাইকে উপহার দেয়ারও প্ল্যান রয়েছে, তবে সবটাই নির্ভর করছে পাওলি আর অর্জুনের সময়-সুযোগের ওপর।

রাজ–শুভশ্রী : সদ্য বিয়ে হল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আর পরিচালক রাজ চক্রবর্তীর। না, বিয়ের পরে নিজেদের মতো করে সময় কাটানোর অবসর পাননি ব্যস্ততম নবদম্পতি। চলে গিয়েছেন ছবির শুটিংয়ে অরুণাচলে। সেখান থেকে ফিরে তারা যাবেন ইউরোপ। কাজেই জামাইষষ্ঠীর দিনে তাঁরা শহরে উপস্থিত নেই, কিন্তু তাই বলে প্রথম জামাইষষ্ঠীর প্ল্যান করবেন না রাজের শ্বশুরমশাই-শাশুড়িমা, তাই কি হয়? কারণ রাজ-শুভশ্রীর জোড় ভাঙার রিচুয়াল যে বাকি আছে!

ওরা ফিরলেই তাই শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি ও মা বীণা গাঙ্গুলি তাদের নিয়ে যাবেন আদি বাড়ি বর্ধমানে। সেখানেই জোড় ভাঙার নিয়মটি পালিত হবে। তারপর প্রথম জামাইষষ্ঠীর আনন্দ অনুষ্ঠানটি ওখানেই সেরে ফেলবেন এমনটাই পরিকল্পনা রয়েছে তাদের। গাঙ্গুলি পরিবারের আদি বাড়িতে শাশুড়িমা বীণা দেবী পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি দিয়ে কপালে ফোঁটা দিয়ে জামাই আপ্যায়ণ শুরু করতে চান। এরপর দুপুরের খাওয়া দাওয়াতে থাকবে রাজের পছন্দের মেনু।

রাজ ভালবাসেন মাটন কষা, সঙ্গে ইলিশ মাছ আর হলুদ পোলাও। এগুলো তো মেনুতে থাকবেই, আর থাকবে পাঁচরকম ভাজা, ডাল। আর মেয়ে শুভশ্রীর পছন্দ মায়ের হাতের সাদা ভাত, ছোলার ডাল, আলুভাতে, পোস্তর বড়া। চিকেনও পছন্দ করে শুভশ্রী, তাই তার পছন্দের পদগুলোও রাঁধবেন বীণা দেবী।সঙ্গে বিশেষ উপহার তো রয়েইছে।

 

Related Posts

Leave a Reply