November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

শপথ নিয়েই প্রথম কাজ ট্রেন বন্ধ করলেন মমতা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি। বুধবার (৫ মে) সকাল ১১.৩০ টার দিকে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শপথ নেন তিনি।

মুখ্যমন্ত্রী পদে শপথ নেয়ার পর মমতা জানালেন, তার প্রথম কাজ হবে রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা করা। শপথ নেয়ার পর নবান্নে গিয়ে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে জানান তিনি।

এবং সেই মিটিংয়ের পরই বেলা ২ তোর নাগাদ তিনি ঘোষণা করেন রাজ্যে করোনা মোকাবিলায় আজ থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ করা হল। এবার দেখার সাধারণ যে মানুষগুলি ট্রেনের অভর নির্ভরশীল তাদের কি হবে। কারণ আগেই নিজস্ব মালিকানাধীন বাস পরিষেবার অর্ধেক  আগে থেকেই বন্ধ। এবার সরকারি বাসের সংখ্যা কমিয়ে ৫০ শতাংশ করা হল।

এর পাশাপাশি মেট্রো পরিষেবাও অর্শেক করে দেওয়া হল। অন্য রাজ্য থেকে যে সমস্ত যাত্রীরা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে প্রত্যেকের করোনা রিপোর্ট লাগবে তাও নেগেটিভ।

বুধবার রাজ্যপালের থেকে শপথ বাক্য পাঠ করার পরে মমতা বলেন, তার সরকারের প্রথম কাজ রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা। রাজভবন থেকে সরাসরি নবান্নে গিয়ে বেলা সাড়ে ১২টা নাগাদ বৈঠকে বসবেন তিনি। সেখানেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তারপর দুপুর ৩টার সময় সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে কী সিদ্ধান্ত নেয়া হবে সে বিষয়ে সবাইকে জানাবেন তিনি।

এর আগে গত রোববার নির্বাচনের ফল পরিষ্কার হতেই কালীঘাটে সাংবাদিকদেরকে সামনে মমতা বলেছিলেন, তার প্রথম কাজ হবে করোনা পরিস্থিতির মোকাবিলা করা। শপথ নেয়ার পরেই সেই একই বললেন তিনি।

Related Posts

Leave a Reply