বিঁধেছে মাছের কাঁটা! ভয় না পায়ে জানুন সহজেই নিচে নামানোর সঠিক পদ্ধতি
কলকাতা টাইমস :
মাছ খেতে সুস্বাদু এবং পুষ্টিকর হলেও একবার যদি এর কাঁটা গলায় বেঁধে তাহলে পরলোক দর্শন করিয়ে ছাদে। আপনার একটু অসচেতনতার কারণে একবার যদি সেই কাঁটা গলায় আটকে যায় তখন পড়তে হয় মহা বিপদে। অনেকেই হয়তো অনেক জানেন না গলায় মাছের কাঁটা বিঁধলে কীভাবে নামাবেন। মনে রাখবেন এমন ঘটনা ঘটলে ভয় পাবেন না। আসুন জেনে নেই গলায় মাছের কাঁটা বিঁধলে কীভাবে নামাবেন?
জল খাওয়া : গলায় কাঁটা বিঁধলে জল পান করেন? কেবল জল খেলেই হবে না। হালকা গরম জলের সাথে অল্প লবণ গুলিয়ে পান করুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।
ভাতের ছোট দলা : গলায় কাঁটা বিঁধলে ভাত খেয়ে নামাতে চাইলে ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিন। তারপর জল দিয়ে গিলে ফেলুন। ভাতের গোলা চিবিয়ে না খেয়ে পানি দিয়ে গিলে ফেলাই সেরা উপায়।
কলা খাওয়া : ভাত খাবার চাইতেও সহজ একটি উপায় আছে। গলায় কাঁটা বিঁধলে খেলে ফেলুন একটি কলা। কলা খেতে খেতে দেখবেন কাঁটা নেমে গেছে।
এক টুকরো লেবু : এক টুকরো লেবুতে লবণ মাখিয়ে চুষে চুষে লেবুর রস খেয়ে ফেলুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।
কোকাকোলা : গলায় কাঁটা নামানোর আধুনিকতম পদ্ধতি হচ্ছে কোকাকোলা। এক গ্লাস কোক পান করে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমে যাবে।
অলিভ অয়েলও : জলের সাথে সামান্য ভিনেগার মিশিয়ে পান করলেও ঠিক লেবুর মতই কাজ হবে। এছাড়া একটু অলিভ অয়েলও পান করতে পারেন। কাঁটা পিছলে নেমে যাবে।
তবে মনে রাখবেন সমস্যা গুরুতর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।