মুখ ছাড়া মাছ! না দেখলে বিশ্বাস হবে না
মূলত গভীর সমুদ্রের প্রাণ ও জীববৈচিত্র্য পরীক্ষা করাই ছিল তাদের অভিযানের উদ্দেশ্য। অভিযানে অংশ নেওয়া গবেষকেরা জানান, গভীর সমুদ্র বেশ অন্ধকার থাকে। ফলে সমুদ্রের এত গভীরে থাকা মাছের অনেক সময় চোখ থাকে না। এর বদলে তাদের শরীরে থাকে আলো উৎপন্নকারী পদার্থ। সেই আলো দিয়েই পথ চলে এসব প্রাণী। আবার একধরনের মাংসাশী স্পঞ্জ-জাতীয় প্রাণী পাওয়া গেছে, যার সিলিকনের তৈরি ধারালো দাঁতের মতো আছে।