লকডাউনের বাজারে মাছ ধরতে ড্রোন
কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে করোনা আতংকের মধ্যে বিভিন্ন দেশে চলছে লকডাউন। ঘরে বসেই নিত্য নতুন সময় কাটানোর পন্থা আবিষ্কার করছেন অনেকেই। অস্ট্রেলিয়ার এক যুবকের মাছ ধরার খুব শখ। কিন্তু লকডাউনের বাজারে তা কি করে সম্ভব? কিন্তু ওই যে, কথায় আছে না ইচ্ছে থাকলেই উপায় হয়। নিজেকে ঘরবন্দি রেখে একটি ড্রোনকে কাজে লাগিয়েই অবশেষে মাছ ধরার শখ পূরণ করলেন ওই যুবক।
সিডনির বাসিন্দা ২৯ বছরের ওই ব্যক্তির নাম স্যাম রোমিও। সম্প্রতি ড্রোনের সঙ্গে বঁড়শি বেঁধে বাড়ির ছাদ থেকে সেই ড্রোন জলাশয়ের কাছে নিয়ে গিয়ে বিচিত্র এক কান্ড ঘটান তিনি। মাত্র আধ ঘন্টার চেষ্টাতেই ধরে ফেললেন মৎস। নিজেই পোস্ট করেছেন সেই ভিডিও। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।