September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দেখা দিলেন মৎস্যপুরুষ!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

মরা সবাই যুগযুগ ধরে দেশি-বিদেশি রূপকথায় পড়েছি মৎস্যকন্যার গল্প। কিন্তু বাস্তবে তার দেখা পাওয়া যায়নি। তবে এবার পাওয়া গেল মৎস্যপুরুষের দেখা! চীনের দক্ষিণে কানমিং শহর লাগোয়া মিয়াও গ্রামে তাদের দেখতে পাওয়া যায়। তবে রূপকথার মৎস্যকন্যাদের মতো ঊর্ধাঙ্গ মানুষের আর নিমাঙ্গ মাছের নয়। এই অদ্ভূত মাছের মুখটা অবিকল যেন মানুষের মুখ। মাছটির চোখ, নাক, কপাল, চোয়াল, গালের হনু সবই পুরুষের মতো। 

ওই গ্রামে বেড়াতে যাওয়া এক মহিল পর্যটক সম্প্রতি গ্রামের একটি হ্রদে এই আশ্চর্যজনক মাছ দেখতে পেয়ে নিজের সেলফোনে সেটির ভিডিও তুলেন। তারপর তা সমাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। এরপর ১৪ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজ মুহূ্র্তে ভাইরাল হয়ে যায়। অনেকে এ ধরনের মাছের অস্তিত্বের কথা জানতে পেরে যেমন অবাক হয়েছেন, ভয় পেয়ে গিয়েছেন।

প্রাণী বিশেষজ্ঞরা জানান, এটি কার্প প্রজাতির মাছ। এই প্রজাতির মাছেদের আকার বিভিন্ন প্রকারের হয়। তার মধ্যে বেশ কিছু অন্যান্য পশুপ্রাণী বা মানুষের মতোও দেখতে হতে পারে। এটা ভয়ঙ্কর কিছু নয় বলে আশ্বস্ত করেছেন তারা। 

Related Posts

Leave a Reply