বর্ষায় চুলকে রুক্ষ এবং নির্জীব হতে বাঁচাবে পাঁচটি হেয়ার মাস্ক
কলকাতা টাইমস :
অন্য সময়ের থেকে বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমান অনেক বেড়ে যায় | এর ফলে চুল ফ্রিজি‚আর রুক্ষ এবং নির্জীব হয়ে যেতে পারে | আজকে রইলো পাঁচটি ঘরোয়া হেয়ার মাস্ক-এর হদিস যার সাহায্যে এইসময় চুল ঠিক রাখতে পারবেন |
১) ব্যনানা কন্ডিশনিং মাস্ক : একটা পাকা কলা চটকে নিন | তাতে একটা ডিম‚ খানিকটা অলিভ অয়েল ভালো করে মিশিয়ে চুলে লাগিয়ে নিন | আধা ঘন্টা রেখে এগ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন | বর্ষাকালে চুল খুব ফ্রিজি হয়ে যায় | এই সমস্যার থেকে বাঁচাবে এই হেয়ার মাস্ক | ডিমের প্রোটিন আর কলার ময়শ্চারাইজিং প্রপার্টি চুল নরম আর উজ্জ্বল করবে | এছাড়াও বৃষ্টিতে ভেজার ফলে চুলের যেসব ক্ষতি হয় তার থেকেও রক্ষা করবে এই হেয়ার মাস্ক |
২) মেথি হেয়ার মাস্ক : চুলের বিভিন্ন সমস্যার থেকে বাঁচায় মেথি দানা | খানিকটা মেথি রাতে জলে ভিজিয়ে রাখুন | সকালে জল ছেঁকে নিয়ে সেই জল দিয়ে মাথা ধুতে হবে | খুসকি‚ চুলের নির্জীব ভাব‚ রুক্ষতা সব দূর হবে এই মাস্কের সাহায্যে |
৩) ইয়গার্ট মাস্ক : এর জন্য লাগবে ২-৪ টেবিলচামচ টক দই | একটা ডিম | দুটো ভালো করে মিশিয়ে নিন | শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে এই হেয়ার মাস্ক খুব ভালো | ২০-৩০ মিনিট রেখে জল দিয়ে মাথা ধুয়ে নিন | এর ফলে চুল নরম‚ সাইনি আর বাউন্সি হবে |
৪) হানি মাস্ক : এর জন্য লাগবে সমান পরিমাণে মধু এবং আমন্ড তেল বা নারকেল তেল | হাল্কা করে এই মিশ্রণ গরম করে চুলের গোড়া থেকে ডগা অবধি লাগিয়ে নিন | ২০-৩০ মিনিট মিনিট রেখে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন |
৫) অ্যাপেল সাইডার ভিনিগার : এই হেয়ার মাস্কের সাহায্যে চুল নরম এবং ম্যানেজেবল হবে | এর জন্য ১ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার এক কাপ জলে মিশিয়ে নিন | ভালো গন্ধ চাইলে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন | মাথায় হাল্কা ম্যাসাজ করে এটা লাগিয়ে নিন | ৫-১০ মিনিট রেখে ঠান্ডা বা হাল্কা গরম জল দিয়ে চুল ধুয়ে নিন |