পাঁচ মাসের গরুকে ধর্ষণ ! গ্রেফতার যুবক
কলকাতা টাইমসঃ
পাঁচ মাসের একটি গরুকে ধর্ষণের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। হরিয়ানায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।পুলিশ জানিয়েছে, লালো পাটনি নামের ২২ বছরের ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।
গরুটির মালিক গোবর দেশাই জানান, তাঁর চারটি গরু রয়েছে। বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স মাঠে প্রতিদিন সকালেই গরুগুলিকে চড়তে দিয়ে আসেন তিনি। বিকেল বিকেল গিয়ে তাদের নিয়ে আসেন তিনি। তিনি বলেন, “দু’দিন আগে মাঠে গরু আনতে গিয়ে দেখি মাস পাঁচেকের একটি বাছুরের খোঁজ নেই। হঠাৎই দেখতে পাই একটি দেওয়ালের পেছনে সেই গরুটিকে ধর্ষণ করছে এক যুবক।’ হাতে নাতে তাকে ধরে ফেলে খবর দেওয়া হয় পুলিশে।