January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

মুঠোই  বলে দেয় আপনি কেমন চরিত্রের মানুষ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

কীভাবে হাত মুঠো করেন আপনি? মুঠো করার সময় বুড়ো আঙুল কোথায় রাখেন? এইটুকু পড়েই এক বার হাত মুঠো করে দেখে নিয়েছেন নিশ্চয়ই? জানেন কি হাত মুঠো করার ধরনও বলে দেয় আপনি কেমন মানুষ? জেনে নিন কী ভাবে।

১। তর্জনীর ওপর অঙ্গুষ্ঠা

বাইরে থেকে দেখলে এদের বেশ সংবেদনশীল মনে হয়। তবে ভিতরে ভিতরে এরা নিরাপত্তার অভাবে ভোগেন, বেশ কল্পনাপ্রবণও। চিন্তাও বেশি করেন। আবার এরা বেশ দায়িত্ববানও। সৎ হওয়ার কারণে বন্ধু হওয়ার জন্য এরা বেশ ভালো। এদের প্রতি অন্যেরা আকৃষ্টও হন তাড়াতাড়ি।

২। অঙ্গুষ্ঠা বাকি আঙুলের উপর

এরা বেশ গুণী। নতুন নতুন আইডিয়া দিতে ওস্তাদ। সৃজনশীলও বটে। অসাধ্য সাধন করতে উদ্বুদ্ধ হন এরা। কোনো চ্যালেঞ্জেই পিছু না হঠা অভ্যাস এদের। সামাজিক স্বভাবের কারণে অন্যদের সাহায্য করতেও বেশ সিদ্ধহস্ত এরা। তবে উচ্চপ্রত্যাশা রাখার জন্য প্রায়ই এরা হতাশায় ভোগেন। অনেক সময় হেরে যাওয়ার, আঘাত পাওয়ার ভয়ও পান এরা। তবে তাতে থেমে যান না। সব সময়ই নতুন কিছু শিখতেও বেশ আগ্রহী হন এরা। আবার অপমানও ভোলেন না সহজে। মনের গভীরে রেখে দেন ক্ষত।

৩। মুঠোর ভিতর অঙ্গুষ্ঠা

এরা দেখতে এমনিতে বেশ সৃজনশীল, আবেগপ্রবণ গোছের। বেশ মজার, যত্নবানও। অন্যদের খুশির জন্য ত্যাগ করতে হলেও এরা অসন্তুষ্ট হন না। অন্যের সমস্যা সমাধান করেই আনন্দ খুঁজে পান এরা। সহজে এরা সসম্পর্ক ভাঙতে পারেন না। তাই আঘাতও পান বেশি।

Related Posts

Leave a Reply