জম্মু কাশ্মীরে বন্যা পরিস্থিতি
কলকাতা টাইমসঃ
জম্মু-কাশ্মীরে টানা কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। নদ-নদীর জল এতটাই বৃদ্ধি পেয়েছে যে কয়েকটি এলাকাকে বন্যা কবলিত ঘোষণা করেছে প্রশাসন। এছাড়া ভারী বৃষ্টিপাতে ভূমিধসের কারণে সেখানে তীর্থ যাত্রা স্থগিত করা হয়েছে। তীর্থ যাত্রাটি পাহালগাম রুট দিয়ে হওয়ার কথা ছিল। খারাপ আবহাওয়ার কারণে বালতাল রুটেও তীর্থ যাত্রা স্থগিত করা হয়েছে।
ব্যাপক বৃষ্টিপাতের ফলে গত কয়েক দিনে ঝিলম নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যাকবলিত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। প্রশাসন দুর্গত এলাকার বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আবহাওয়া অফিস বলেছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটতে পারে।