সময়মত ফুল ফোটেনি, মালিদের কারাদণ্ডের নির্দেশ কিম জং উনের !
কলকাতা টাইমসঃ
কিম জং উনের বাবার জন্মবার্ষিকী ছিল আজ ১৬ ফেব্রুয়ারি। এই দিনে বিশেষ একধরণের ফুল দিয়ে বাবাকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন।। কিন্তু সেই আশায় জল ঢেলে দেন বাগানের দায়িত্বে থাকা মালিরা। জানা যাচ্ছে, কিমের বাবা জং-ইলের নামানুসারে ওই ফুলের নামকরণ করা হয় কিমজংগিলিয়াস। গ্রিন হাউসে সেই ফুলের উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ফুল চাষ করা হয় উত্তর কোরিয়ায়।
বাবার জন্মবার্ষিকীতে সেই ফুল দিয়ে ভাস্কর্য সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম। ডাক পড়ে গ্রিন হাউসের ম্যানেজার হানের। সময়মত ফুল না ফোটায় খালি হাতেই হাজির হন ওই ব্যক্তি। বাবার স্মৃতিতে যে ফুলের নামকরণ করা হয়েছে, সেই ফুল হাতের কাছে না পেয়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন কিম। এরপরই হান এবং তার সমস্ত মালিকে ছয় মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন কিম।