অন্তর্বাস-এর মাপেই খাবারে অদ্ভুত ছাড়
ঝেজিয়াং প্রদেশে ট্রেন্ডি শ্রিম্প নামের একটি রেস্তোরাঁয় এই আজব অফার দেওয়া হয়েছে। অন্তর্বাস-এর সাইজ কত সেটা হিসেব করেই নাকি ছাড় দেওয়া হবে। এমন অফার দিয়ে রীতিমত বিতর্কে জড়াল চিনা রেস্তোরাঁ। খবর অনুযায়ী, ওই রেস্তোরাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে স্থানীয় মানুষজন।
গত ১ অগাস্ট এই অফারের পোস্টার প্রথম দেখা গিয়েছে। যেখানে অন্তর্বাস পরিহিত একাধিক মহিলার কার্টুনের ছবি রয়েছে। তাদের পাশেই লেখা রয়েছে স্লোগান, The whole city is looking for BREASTS.
এরপরেই অন্তর্বাস-এর কাপ সাইজ অনুযায়ী ডিসকাউন্টের কথা জানায় ওই রেস্তোরাঁ। সাইজ কত হলে কত টাকা ছাড় পাওয়া যাবে সেটার তালিকা তৈরি করে দেওয়া হয়।
এতে তাদের গ্রাহক ২০ শতাংশ বৃদ্ধি পায় বলে জানা গিয়েছে। বেশ কিছু মহিলা জানিয়েছেন যে এতে লুকোছাপার কিছু নেই। রেস্তোরাঁর মহিলা কর্মীদের কাছে গিয়ে নিজেদের অফারের দাবি জানাচ্ছেন মহিলা গ্রাহকেরা।