আমাজনের আগুনের গ্রাসে ফুটবল: বন্ধ হলো ম্যাচ !
কলকাতা টাইমসঃ
ভয়াবহ আগুনের গ্রাসে ব্রাজিলের আমাজন। প্রায় তিন সপ্তাহ ধরে জঙ্গলে জ্বলছে আগুন। ভয়াবহ সেই আগুনের আঁচ এবার এসে পড়লো ফুটবল ময়দানে। কালো ধোঁয়ায় ঢেকে গেলো স্টেডিয়াম। বন্ধ করে দিতে হলো খেলা। গত সোমবার ব্রাজিলের রিও ব্রাঙ্কো শহরের একটি স্টেডিয়ামের ঘটনা।
আমাজন থেকে বহু দূরের এই শহরে খেলা চলছিলো অ্যাটলেটিকো অ্যাক্রেয়ানো এবং লুভেরডেন্স নামের দুটি দলের। খেলা শুরু হওয়ার ৬ মিনিট পরই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেডিয়াম। প্রায় শ্বাসরুদ্ধ হওয়ার মতন অবস্থা হয় খেলোয়াড়দের। বাধ্য হয়ে ম্যাচ বন্ধ করে দেন রেফারিরা। দীর্ঘ সময় পর অবশ্য ম্যাচ ফের শুরু হয়। শেষ পর্যন্ত লুভেরডেন্সকে ৩-২ গোলে হারিয়ে দেয় অ্যাটলেটিকো।