জীবনের শেষ ম্যাচে মাঠ থেকেই অপহরণ করা হলো ফুটবলারকে !
কলকাতা টাইমসঃ
জীবনের শেষ ম্যাচে মাঠ থেকেই অপহরণ করা হলো ফুটবলারকে! বিশ্ব ফুটবলে এমন ঘটনার কথা আগে কখনো শোনা যায়নি। ইতালির তৃতীয় ডিভিশনের চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভায়াগ্রানাদ ও নেব্রোদি। আর সেখানেই ভায়াগ্রানাদের ফুটবলার ইগনাজিও বারবাগালোকে মাঠ থেকেই অপহরণ করা হয়।
বিদায়ী ম্যাচে মাঠে নামার সাথে সাথেই হঠাৎ করে একটি হেলিকপ্টার নেমে আসে মাঠে। সেই হেলিকপ্টার থেকে দু’জন নেমে এসে ১৮ নম্বর জার্সিধারী ইগনাজিওকে সঙ্গে নিয়ে সেই হেলিকপ্টারেই উড়ে যায়। জানা গেছে, গোটা ঘটনাটিই সাজানো। পঞ্চান্ন বছর বয়সী এই ফুটবলারের বিদায়কে স্মরণীয় করে রাখতেই এই কাণ্ড ঘটানো হয়েছে।