মেসিদের জন্য ৩ টন খাবার পৌঁছলো রাশিয়ায়
নিউজ ডেস্কঃ
রাশিয়া বিশ্বকাপের আর বাকী মাত্র ৫ দিন। এখনও রাশিয়ার মাটিতে পা রাখেনি আর্জেন্টিনা দল। তবে তাদের সবরকম সুবিধা আগেভাআগেই নিশ্চিত করতে ৩ টন খাবার রাশিয়ায় পাঠিয়ে দিলো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আজই রাশিয়ায় পা রাখলো আর্জেন্টিনা। এরপর মস্কো থেকে ২৫ মাইল দূরের শহর ব্রোনিৎসিতে অনুশীলন শুরু করবে বিশ্বকাপের অন্যতম দাবিদার এই দলটি।
বিশ্বকাপের আসরে প্রতিটি দলই খাবার নিয়ে খুঁতখুঁতে থাকে। এমন কোনো খাবার কেউ খেতে চায় না; যে কারণে তার মাঠে নামা বন্ধ হয়ে যায়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও কোনো ঝুঁকি নেয়নি। রাশিয়ায় পা রেখেই যাতে মেসি-হিগুয়েইনরা যেন তাদের দেশের প্রচলিত খাবারই খেতে পারেন সেই জন্যই আগেভাগেই সেখানে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে।
কী ধরণের খাবার এসেছে মেসিদের জন্য? আর্জেন্টিনায় প্রচলিত প্রায় সব ধরণের খাবার যেমন- গরু, শূকর, সেদ্ধ করা কনডেন্সড মিল্ক ইত্যাদি পাঠানো হয়েছে। যার সম্মিলিত পরিমাণ দাঁড়িয়েছে ৩টন! ব্রোনিৎসিতে রাজসিক সব সুবিধা পাবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। পাঁচতারা হোটেল, অনুশীলনের জন্য ফুটবল মাঠ, সাঁতার ও ব্যায়ামের জন্য অলিম্পিক সাইজ সুইমিং পুল, স্টিম বাথেরও ব্যবস্থা থাকছে সেখানে।