‘গুগল ম্যাপ’ এর কল্যাণে ভুলভুলাইয়ার কবলে বরযাত্রীরা !
কলকাতা টাইমসঃ
বিপত্তি বাধালো গুগল ম্যাপ। যে যেখানে যাওয়ার কথা সেখানে না পৌঁছে বরযাত্রীর বহর গিয়ে পৌঁছলো অন্য এক কনের বাড়িতে! শুধু তাই নয়, অতিথিরা পৌঁছতেই প্রথা মেনে তাদের আপ্যায়ন করা হলো। চললো দুপক্ষের মধ্যে উপহার বিনিময়ও। একসময় গন্ডগোল নজরে আসে বধূ পক্ষের লোকেদের। বিষয়টি জানাজানি হতেই ক্ষমা চেয়ে নেন লজ্জিত বরপক্ষ। ইন্দোনেশিয়ার এই ঘটনা আপাতত নেটদুনিয়ায় ভাইরাল।
নববধূ জানাচ্ছেন, ‘বরযাত্রীরা যখন আসেন তখন আমি তখন মেক-আপের কাজে ব্যস্ত ছিলাম। যে কারণে তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি।’ জানা যায়, বরযাত্রীরা নিজেদের সঙ্গে আনা উপহারও কনের বাড়ির লোকেদের হাতে তুলে দিয়েছিলেন। জানা যাচ্ছে, ইন্দোনেশিয়ার একই দুটি বাড়িতে দুই কিশোরীর বিয়ের আসর বসেছিলো। গুগল ম্যাপের দৌলতে ভুল ঠিকানায় উপস্থিত হন বরযাত্রীরা।