এই পাঁচ গুনেই চুম্বন বিশেষ গুণী
এক. চুম্বন মানব শরীরের পক্ষে ভাল। চুম্বন লালা প্রবাহকে ত্বরাণ্বিত করে। চিকিৎসকরা বলছেন, চুমুতে যেভাবে লালা প্রবাহ ত্বরান্বিত হয় তাতে দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ প্রতিহত হয়।
দুই. চুম্বন রোগ প্রতিরোধক ক্ষমতাকে জোরদার করে।
তিন. চিকিৎসকদের দাবি চুম্বন মানব মননে উদ্বেগকে হ্রাস করে। চুম্বনের ফলে মানব শরীরে অক্সিটোসিন হরমোন নির্গত করে। এই হরমোনকে লাভ হরমোনও বলা হয়। অক্সিটোসিন হরমোন মানুষের মধ্যে এক ধরনের স্থিতাবস্থা এনে দেয়, যা মানুষকে ধ্যানমগ্ন হতে সাহায্য করে। অর্থাৎ ধ্যানের গুণ আছে চুম্বনেও।
চার. চুম্বনে রক্তচাপ নিয়ন্ত্রিত হয়।
পাঁচ. চিকিৎসকরা বলছেন, প্রতি চুম্বনে মানব শরীরের অনেক ক্যালোরি খরচ হয়।