November 22, 2024     Select Language
Audio News Editor Choice Bengali শারীরিক

এই পাঁচ গুনেই চুম্বন বিশেষ গুণী 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
বিজ্ঞানের কাছে চুম্বন একটি স্বাস্থ্যকর অভ্যাস। প্রতি চুম্বনের মাহাত্ম্য খুঁজতে বিজ্ঞানীরা যে গবেষণা চালিয়েছেন, সেখানেই বিজ্ঞানসম্মত ভাবে ‘আবিষ্কার’ হয়েছে চুম্বনের গুণ। বিশেষ করে নবীন প্রাণে চুম্বনের গুণ অপরিসীম। গবেষকরা বলছেন, চুম্বন মানব দেহের হরমোনাল ক্রিয়া-প্রতিক্রিয়াকে প্রভাবিত করে। এমনকি মানুষের প্রতি মুহূর্তে হওয়া মেজাজ পরিবর্তনের জন্যও নাকি পরোক্ষ ভূমিকা পালন করে চুম্বন।
চিকিৎসকরা বলছেন, চুম্বন মূলত ৫টি কারণের জন্যই অতীব গুরুত্বপূর্ণ একটি শারীরবৃত্তীয় অভ্যাস। কী সেই ৫টি কারণ? জেনে নিন চুম্বনের ৫ গুণ-

এক. চুম্বন মানব শরীরের পক্ষে ভাল। চুম্বন লালা প্রবাহকে ত্বরাণ্বিত করে। চিকিৎসকরা বলছেন, চুমুতে যেভাবে লালা প্রবাহ ত্বরান্বিত হয় তাতে দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ প্রতিহত হয়।

দুই. চুম্বন রোগ প্রতিরোধক ক্ষমতাকে জোরদার করে।

তিন. চিকিৎসকদের দাবি চুম্বন মানব মননে উদ্বেগকে হ্রাস করে। চুম্বনের ফলে মানব শরীরে অক্সিটোসিন হরমোন নির্গত করে। এই হরমোনকে লাভ হরমোনও বলা হয়। অক্সিটোসিন হরমোন মানুষের মধ্যে এক ধরনের স্থিতাবস্থা এনে দেয়, যা মানুষকে ধ্যানমগ্ন হতে সাহায্য করে। অর্থাৎ ধ্যানের গুণ আছে চুম্বনেও।

চার. চুম্বনে রক্তচাপ নিয়ন্ত্রিত হয়।

পাঁচ. চিকিৎসকরা বলছেন, প্রতি চুম্বনে মানব শরীরের অনেক ক্যালোরি খরচ হয়।

Related Posts

Leave a Reply