February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জোর করে ডাক্তারের কাছ থেকে নিজের ‘হেলথ সার্টিফিকেট’ লিখিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

তিনি মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতার জোরে তিনি সব পারেন বলেই বিশ্বাস করে গোটা বিশ্ব। সেই ধারণা যে নেহাত মিথ্যে নয়, সেই উদাহরণ পাওয়া গেল আরও একবার। এবার ট্রাম্পের বিরুদ্ধে বোমা ফাটালেন তার প্রাক্তন চিকিৎসক হ্যারল্ড বোর্নস্টেইন।

২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার শারীরিক অবস্থা সম্পর্ক হলফনামা দিতে হয়েছিল। যে হলফনামায় লেখা ছিল, ট্রাম্পের স্বাস্থ্য চমকে দেওয়ার মতো ভাল। সেই হলফনামায় ছিল হ্যারল্ডের স্বাক্ষর। কিন্তু বর্তমানে হ্যারল্ডের দাবি, হলফনামার বয়ান কী হবে, সেটা ট্রাম্প নিজেই ঠিক করে দিয়েছিলেন। একটি আন্তর্জাতিক সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে হ্যারল্ড বলেছেন, ‌‘‌ট্রাম্পের স্পষ্ট নির্দেশ ছিল, তার স্বাস্থ্য যেমন হোক না কেন, শংসাপত্রে ভাল কথাই লিখতে হবে।’‌ চিঠিতে লেখা হয়েছিল, ‘‌এতদিন যত জন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য সবচেয়ে ভাল। ট্রাম্পের শারীরিক শক্তি এবং কর্মক্ষমতা অসাধারণ।’‌

সেই হলফনামার ছবি টুইট করে ট্রাম্প বলেছিলেন, ‘‌আমি ভাগ্যবান যে, আমার শরীরে সেরা জিন রয়েছে।” গত জানুয়ারিতে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার পরে ভারপ্রাপ্ত চিকিৎসক রনি জ্যাকসন বলেছিলেন, ‌‘‌ট্রাম্পের মানসিক স্বাস্থ্য ঈর্ষণীয় রকমের ভাল।’

 

Related Posts

Leave a Reply