November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

দরজা পার হলেই ভুলে যান?

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

কোনো একটি কক্ষের ভেতরে ঢোকার পর আপনি সেখানে কেন গিয়েছেন তা কি কখনো ভুলে যান? এটি শুধু আপনার ক্ষেত্রেই নয়, আরো বহু মানুষের ক্ষেত্রেই দেখা যায়।

কোনো কক্ষের ভেতর প্রবেশের পর তার কারণ ভুলে যাওয়াকে ‘ডোরওয়ে ইফেক্ট’ বলা হয়। অনেকেই এ সমস্যায় পড়েন বলে এটি অতি সাধারণ একটি বিষয়। ধরুন আপনি কোনো জিনিস আনার জন্য একটি কক্ষে ঢুকলেন। এরপর ঠিক কোন জিনিসটি আনার জন্য গিয়েছেন, তা ভুলে গেলেন। এ সময় কিছুক্ষণের মধ্যেই সাধারণত জিনিসটির কথা মনে পড়ে।

কিন্তু কেন এমন ভুলে যাওয়ার ঘটনা ঘটে? এক্ষেত্রে সাধারণত দরজা পার হওয়ার পরই মূল ঘটনাটি ঘটে। আর  এর পেছনে রয়েছে আমাদের মস্তিষ্কের পরিবেশের সঙ্গে মানিয়ে চলার প্রস্তুতি।

আমাদের মস্তিষ্ক সর্বদা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকে। এটাই হয় মস্তিষ্কের অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ কাজ।

এ বিষয়টি নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্টের ইন্ডিয়ানা রাজ্যের ইউনিভার্সিটি অব নটরডেমের গবেষক গ্যাব্রিয়েল র‌্যাডভ্যানস্কি।

নতুন পরিবেশে নতুন দক্ষতার প্রয়োজন হয়। আর মস্তিষ্কও দরজা পার হয়ে নতুন কক্ষে গেলে সে কক্ষের সঙ্গে খাপ খাইয়ে নিতে সবার আগে প্রস্তুতি নেয়। এ সময় পুরনো কাজ বাদ দিয়ে সর্বশক্তি নিয়োগ করা হয় নতুন কক্ষের পরিস্থিতি পর্যবেক্ষণে। তবে কিছুক্ষণের মধ্যেই মস্তিষ্ক বিষয়টি সামলে নিয়ে আবার পুরনো জিনিসটির কথা স্মরণ করতে পারে।

এটি শুধু কোনো কক্ষের ক্ষেত্রেই যে প্রযোজ্য, তা নয়। এটি রাস্তাঘাটে , সিঁড়ি দিয়ে একতলা থেকে অন্যতলায় যেতে কিংবা গ্রাম থেকে শহরে যাওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য।

Related Posts

Leave a Reply