পিএফআই শ্রেণীতেই আরএসএস ফেলে নিষিদ্ধ করার দাবি লালুর
কলকাতা টাইমস :
শুধু পিএফআই-কে কেন, নিষিদ্ধ করতে হবে আরএসএসকে । সাফ কথা লালু প্রসাদ যাদবের ।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে তরজায় জড়িয়েছে বিজেপি ও আরজেডি।
উগ্র ইসলামিক সংগঠন পিএফআইয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা গ্রহণ নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে সিপিএম ও লালুপ্রসাদের দল আরজেডির প্রতিক্রিয়ায় ফারাক আছে। প্রথম সারির বেশিরভাগ দল কেন্দ্রের সিদ্ধান্ত সমর্থন করেছে অথবা মুখ খোলেনি।
সিপিএম বলেছে, কোনও দল বা গোষ্ঠীকে নিষিদ্ধ করে কোনও লাভ হয় না। অতীতে আরএসএস এবং মাওবাদীদের নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারা ভিন্ন নামে কাজ চালিয়ে গিয়েছে।
সিপিএম পলিটব্যুরো পিএফআই-কে নিষিদ্ধ করার প্রসঙ্গে আরএসএস ঘনিষ্ঠ দুটি সংগঠনের নাম করেছে যারা বুদ্ধিজীবী খুনের সঙ্গে যুক্ত বলে তাদের অভিযোগ। এই ভাবে পিএফআইয়ের প্রসঙ্গে আরএসএসের নাম জুড়ে দিয়ে তারা দেখাতে চেয়েছে এই ধরনের সংগঠন একই মুদ্রার দুই পিঠ।
লালুপ্রসাদ অবশ্য কোনওরকম রাখঢাক না করে খোলাখুলি বলেছেন, যে অভিযোগে পিএফআই-কে নিষিদ্ধ করা হয়েছে, সেই একই কারণে আরএসএস-কেও ব্যান করা উচিত। আরএসএস একটি সাম্প্রদায়িক দল। বিভেদ, বিভাজন তৈরি করাই তাদের উদ্দেশ্য।