বেটিং চক্র চালানোর অভিযোগে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার !
নিউজ ডেস্ক
জমজমাট হয়ে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাদশতম আসর। একইসঙ্গে রমরমা অবস্থা বেটিং চক্রের। তবে চলতি আসরে জুয়াড়িদের ধরতে বেশ কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশ। সেই নাকাবন্দীর ফলেই এবার বেটিং চক্র চালানোর অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়লেন রাজ্যের এক প্রাক্তন ক্রিকেটার!
সন্দীপ রায় নামে ওই ক্রিকেটার ভারতের ঘরোয়া পর্যায়ে বেশ নাম করেছিলেন। বাড়ি শিলিগুড়ির হাকিম পাড়ায়। জাতীয় তারকা ঋদ্ধিমান সাহার কোচ জয়ন্ত ভৌমিকের কোচিংয়েও খেলেছেন সন্দীপ। বাড়ির পাশে বাবার মোটরবাইকের দোকানে বসে বেটিং চক্র চালাতেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দারা হানা দেয় সেই দোকানে। হাতেনাতে গ্রেপ্তার করে সেই ক্রিকেটারকে। তার কাছ থেকে কাছ থেকে ৩২ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন পাওয়া গেছে। একটি খাতায় সমস্ত ম্যাচের হিসেব রাখতেন তিনি। মঙ্গলবার মুম্বাই-হায়দরাবাদ ম্যাচের হিসেব নিকেশও ছিল সেই খাতায়।