করোনায় মৃত ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বকাপার নরমান হান্টার
কলকাতা টাইমসঃ
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বকাপার নরমান হান্টারের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডের জীবন্ত কিংবদন্তি ছিলেন নরমান। করোনা ধরা পরায় গত শুক্রবারঅর্থাৎ ১০ এপ্রিল হান্টারকে হাসপাতালে ভর্তি করা হয়।
হান্টারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে তার প্রাক্তন ক্লাব লিডস ইউনাইটেড। ব্রিটিশ এই ফুটবল ক্লাবের তরফে জানানো হয়েছে, ‘হান্টারের মৃত্যু এক বিশাল শূন্যতা তৈরি করলো। তার অবদান কখনও ভোলার নয়।’ স্যার আল্ফ রামসে’র অধীনে ১৯৬৬ বিশ্বকাপে খেলেছেন হান্টার। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২৮ টি ম্যাচ খেলেছেনএই ব্রিটিশ ডিফেন্ডার।