প্রাক্তন পুরুষ ভারোত্তলক এবারের টোকিও অলিম্পিকের মহিলা স্পোর্টসম্যান !
কলকাতা টাইমসঃ
২০১৩ সাল ছিলেন পুরুষ। এর পর থেকেই সেক্স চেঞ্জ করে তিনি মহিলা। এহেনো প্রাক্তন পুরুষ এবারের টোকিও অলিম্পিকের মহিলা স্পোর্টসম্যান। নিউজিল্যান্ডের ভারত্তোলক লরেল হাবার্ডকে এবার দেশের হয়ে প্রতিযোগিতায় নামতে দেখা যাবে মহিলা হিসেবে। অলিম্পিকের ইতিহাসে তিনিই প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হিসেবে পরিচিত হবেন বিশ্ববাসীর কাছে।
এবারের টোকিও অলিম্পিকে মহিলাদের ৮৭ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন লরেল। প্রসঙ্গত, ২০১৫ সালেই অলিম্পিক কতৃপক্ষ তাঁকে মহিলা হিসেবে খেলার অনুমতি দেয়। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসেও তিনি মহিলা হিসেবে পার্টিসিপেন্ট করেন। এবারের টোকিও অলিম্পিকে আরও একজন ট্রান্সজেন্ডারকে অংশ নিতে দেখা যাবে। তিনি হলেন যুক্তরাষ্ট্রের চেলনিয়া ওলফ। যদিও তিনি পরিবর্ত খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন বলে খবর।