January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মন্ত্রীর দাওয়াইতে নারীদের ভোটই অবৈধ হয়ে গেল !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

নির্বাচনে নিজের প্রচারে নেমে বিরোধীদলের বিপক্ষে নেতিবাচক কথা বলার ঘটনা নতুন নয়। বিরোধী দলের বিপক্ষে কথা বলতে গিয়ে অনেকেই বেফাঁস এবং আপত্তিকর মন্তব্য করে বসেন।

নির্বাচনী প্রচারণায় গিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের প্রার্থী এবং প্রাক্তন মন্ত্রী হারুন সুলতান বুখারি সে রকমই বেফাঁস কথা বলে ফেলেছেন। এতে চরম সমালোচনারও শিকার হয়েছেন তিনি।

জানা গেছে, ২৫ জুলাই নির্বাচনকে কেন্দ্র করে মুজফফরনগর জেলায় একটি প্রচারে গিয়ে তিনি বলেন, নারীদের ভোট দেওয়া উচিত নয়। এটা হারাম।

তিনি আরো বলেন, নারীদের ভোট দেওয়ার আগে ধর্মের কথা মাথায় রাখুন। আমরা আল্লাহর নির্দেশেই কাজ করি। আমরা তারই দূত।

জানা গেছে, এনএ-১৮৪ কেন্দ্রে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী জেহরা বসিত সুলতান বুখারির বিরুদ্ধে ভোটে লড়ছেন তিনি। তারা দু’জন আবার পরস্পর আত্মীয়ও।

এক প্রতিবেদনে বলা হয়েছে, দু’জনের নির্বাচনের কাতারে এগিয়ে আছেন তেহরিক-ই-ইনসাফের প্রার্থী জেহরা বসিত সুলতান বুখারি। মূলত তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে এসব কথা বলেন হারুন।

Related Posts

Leave a Reply