মাস্ক না পড়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৫০০ ডলার জরিমানা !

কলকাতা টাইমসঃ
মাস্ক না পড়ায় জরিমানা গুনতে হল অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে। গত ৮ সেপ্টেম্বর সিডনির এক সমুদ্রসৈকতে মাস্কহীন অবস্থায় শরীরচর্চা করার সময় তার একটি ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। এই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হয় বলে জানা যাচ্ছে।
নির্দিষ্ট জরিমানা প্রদান করার করার পর টনি অ্যাবট জানান, “আমি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম। এই সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আমি এই জরিমানার বিরুদ্ধে গিয়ে পুলিশের সময় নষ্ট করতে চাই নি।”