January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

ভাগ্যের জোরে রাতারাতি কোটিপতি তিন বছরের শিশু!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস:

কেই বলে ভাগ্য! মাত্র তিন বছরের শিশু। সে এখন কোটি টাকার মালিক! বাবা-কাকার সম্পত্তি পেয়ে নয় মোটেই। একেবারে নিজের ভাগ্যে ১০ লক্ষ নিউজিল্যান্ড ডলার পেয়ে গেল সে। এবং তা রাতারাতি। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪ কোটি ৮৪ লক্ষ টাকা।

শিশুটি জন্মানোর পর তার কাকা মাত্র ২৫০ নিউজিল্যান্ড ডলার (ভারতীয় মুদ্রায় ১২ হাজার টাকা) বিনিয়োগ করেছিলেন নিউজিল্যান্ডের জনপ্রিয় ফান্ড ‘বোনাস বন্ডে’। নিউজিল্যান্ড হেরাল্ডকে দেওয়া এক সাক্ষত্কারে শিশুটির মা জানান, “ফোনে এই খবর শোনার পর, তার বাবা তো আকাশ থেকে পড়ে। আমাকে জড়িয়ে ধরে সিজিৎকার করতে থাকে। আমরা দু’জনেই ভীষণ এক্সসাইটেড ছিলাম।” নিজের ছেলে সম্বন্ধে বলতে গিয়ে আনন্দে প্রায় চোখে জল চলে আসে মায়ের। তিনি বলেন, “আমার ছেলে সত্যি লাকি। আর পাঁচটা ছেলের থেকে অনেক আলাদা। ক্রিসমাসে ওর জন্ম। জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!”

বোনাস বন্ডস আসলে নিউজিল্যান্ডের জনপ্রিয় ফান্ড। ১৯৭০-এ নিউজিল্যান্ড সরকার তৈরি করেছিল এই ট্রাস্ট। নিউজিল্যান্ডের জনগণকে সঞ্চয়ের বিষয়ে উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ ছিল। আজ বোনাস বন্ডস দেশের সবচেয়ে বড় ট্রাস্ট হয়ে উঠেছে। প্রায় এক তৃতীয়াংশ মানুষ অন্তর্ভুক্ত রয়েছে বন্ডের সঙ্গে।

Related Posts

Leave a Reply