ভয়াবহ আতঙ্ক: ব্রিটেনের সঙ্গে যোগাযোগ ছিন্ন করলো ৪০ টি দেশ
কলকাতা টাইমসঃ
ভয়াবহ থ্রেটের মুখে ইউরোপ। একের পর এক দেশে নতুন রূপে আক্রমণ শানাচ্ছে করোনাভাইরাস। অতি সংক্রামক রূপ নেওয়া এই ভাইরাসের কারণে এই মুহূর্তে সবচেয়ে আতংকিত দেশটির নাম ব্রিটেন।ইতোমধ্যেই বিশ্বের অন্তত ৪০ টি দেশ তাদের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে। ভারত সরকারও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের সমস্ত সদস্য দেশগুলো সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। ডেনমার্ক সরকারও বিদেশিদের তাদের দেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই পথে হেঁটেছে সুইডেন। করোনার এই নতুন ‘স্ট্রেইন’ খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ভাইরাসের এই বিবর্তন খুব সাধারণ ব্যাপার এবং এটি একেবারেই ‘নিয়ন্ত্রণের বাইরে নয়’।