ডাইনো-জীবাশ্ম পরীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
কলকাতা টাইমসঃ
ডাইনো-জীবাশ্ম পরীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছে, আদতে ডাইনোসরদের শরীরে উষ্ণ রক্তই প্রবাহিত হতো।প্রধান গবেষক রবিন ডসনের মতে, ‘দেহের উষ্ণতা বাড়িয়ে নেওয়ার বৈশিষ্ট্য ডাইনোসরদের ছিল।’
এই ধরণের গবেষণার জন্য তিনটি আলাদা আলাদা প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম পরীক্ষা করেন তারা। একটি ট্রুডন বা মাংসাশী প্রজাতির আর অন্য দুটি নিরামিশাষী বা মাইয়াসরাস প্রজাতির। তাদের মতে, ‘বিবর্তনের দিক থেকে দেখলে উষ্ণ রক্তের পক্ষীকুল ও শীতল রক্তের সরীসৃপের মাঝামাঝি রয়েছে ডাইনোসররা।