ঘর পরিষ্কার করতে গিয়ে মিলল ৪ বছর ধরে নিখোঁজ ভাই, কিন্তু …
কলকাতা টাইমস :
কয়েক বছর আগের কথা। সুমিও সুয়েনাগা জাপানের কাসুগাই শহরে তার ছোট বোন ও ভাইয়ের সাথে বসবাস করতেন। হঠ্যাৎ করে ২০১৫ সালে নিখোঁজ হয়ে যায় সুমিও সুয়েনাগা। সে সময় তার বয়স ছিলো ৬৬ বছর।
পুলিশের কাছে জানানোর পর ভাইয়ের জন্য ২০১৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে থাকে তারা। কোন খোঁজ মিলে না। গত সপ্তাহে সুমিওর ছোট বোন তার ভাইয়ের ঘর পরিষ্কার করতে যেয়ে কঙ্কাল খুজে পায়। তিনি বলেন আমি এমন কিছু খুজে পায় যা মানুষের শরীরের হাড়ের মত। পরে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে নিশ্চিত করে হাড়টি মানুষের। তবে ছেলে নাকি মেয়ে সে বিষয়ে বলা সম্ভব না হলে পুলিশ নিশ্চিত করেছে কঙ্কালটি তার ভাইয়ের।