পাওয়া গেলো ৮৫ হাজার বছরের পুরোনো মানুষের পায়ের ছাপ !
নিউজ ডেস্কঃ
পৃথিবীতে কত বছর আগে মানুষ বিচরণ করেছিল, এই ধারণাকে পাল্টে দিতে পারে একটি পাথর খন্ড আর তার মধ্যে থাকা মানুষের পদচিহ্ন! সম্প্রতি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ‘তাবুক’ শহরে সন্ধান মিলল প্রায় ৮৫ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ।সৌদির তথ্য সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এই ব্যাপারে সৌদি যুবরাজ সুলতান বিন সালমান জানান, এই পদচিহ্নগুলো অন্তত ৮৫ হাজার বছর আগের। পদচিহ্নগুলোর বিষয়ে আরো বিস্তারিত তথ্য উদঘাটনে কাজ করছেন প্রত্নতত্ত্ববিদ হাউ গ্রোকাট। একই সঙ্গে এই পায়ের ছাপগুলো নিয়ে পর্যালোচনা অব্যাহত রেখেছেন গবেষকরা। আগামী কয়েক মাসের মধ্যে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এদিকে, সৌদি জানিয়েছে, শুকনো মরুভূমির যেখানে মানুষের পদচিহ্ন মিলেছে, তা একসময় লেক ছিল। পদচিহ্নগুলো বিভিন্ন দিকমুখী হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।