January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

কয়েকশো কোটি হাতিয়ে আরেক টাইকুন ইডির জালে, জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা জেলে !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
য়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগে জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গয়ালকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সূত্রের খবর, জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মুম্বইতে ৫৩৮ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ রয়েছে। ওই মামলায় এদিন তাঁকে তলব করেছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা। দিনভর জেরা শেষে নরেশকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি।
ধৃত নরেশ গয়ালকে শনিবার মুম্বই আদালতে হাজির করবেন তদন্তকারীরা। চলতি বছরের মে মাসের শুরুতে তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণা মামলায় এফআইআর রুজু করেছিল সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৫৩৮ কোটি টাকা ঋণ নিয়েছিলেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা কর্ণধার নরেশ গয়াল। সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে সিবিআইয়ের কাছে অভিযোগ জানানো হয়েছিল। ওই ঘটনার তদন্ত নেমে চলতি বছরের মে মাসে জেট এয়ারওয়েজের দিল্লি, মুম্বই সহ সংস্থার ৭টি অফিসে তল্লাশি চালিয়েছিল সিবিআই। ওই সময় তল্লাশি চালানো হয়েছিল নরেশ গয়ালের বাড়িতেও।

সূত্রের খবর, তল্লাশিতে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। তারই ভিত্তিতে জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা কর্ণধার নরেশ গয়াল, তাঁর স্ত্রী অনিতা গয়াল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর রুজু করেছিলেন তদন্তকারীরা। ওই মামলাতেই ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এদিন ইডি অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়

Related Posts

Leave a Reply