আইপিএলে শ্রীশান্তের জন্য ঝাঁপাতে চলেছে চার চারটি ফ্র্যাঞ্চাইজি !
কলকাতা টাইমসঃ
আপিএলেই কি কামব্যাক ঘটতে চলেছে দীর্ঘ নির্বাসিত বিতর্কিত ভারতীয় ফাস্ট বলার শ্রীশান্তের। তেমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বর্তমান ক্রিকেট মহলে। প্রসঙ্গত, ২০১৩ সালে এই আইপিএলেই ম্যাচ ফিক্সিং কাণ্ডের পর নির্বাসনে পাঠানো হয় এই ভারতীয় ক্রিকেটারকে। বর্তমানে নির্বাসন কাটিয়ে আবারো ক্রিকেটে ফেরার চেষ্টায় রয়েছেন শ্রীশান্ত।সূত্রের খবর আইপিএলের অন্তত চারটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে এবছরের জন্য।
২০১৩ সালের আইপিএলে শ্রীশান্ত খেলেছিলেন রাজস্থানের হয়ে। এবারও রাজস্থান চাইছে তাকে দলে ফেরাতে। সম্প্রতি, মালিঙ্গা অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর মুম্বাইও শ্রীশান্তের মতো অভিজ্ঞ পেসারকে দলে পেতে ঝাঁপাতে পারে বলে খবর। এরই মধ্যে শ্রীশান্তকে নিয়ে আগ্রহ দেখিয়েছে পাঞ্জাবও। এর আগেও শ্রীশান্ত পাঞ্জাবের জার্সিতে আইপিএল খেলেছেন। এমনকি, ৩৭ বছর বয়সী শ্রীশান্তকে দেখা যেতে পারে চেন্নাইয়ের জার্সিতেও। এই সম্ভাবনার কথাও বলছেন বিশেষজ্ঞ মহল।