ভ্যাকসিন না নিতে চাওয়ায় ৩ হাজার স্বাস্থ্যকর্মীকে ছাটাই করলো ফ্রান্স
কলকাতা টাইমসঃ
ভ্যাকসিন না নিতে চাওয়ায় তিন হাজার স্বাস্থ্যকর্মীকে ছাটাই করলো ফ্রান্সের স্বাস্থমন্ত্রক। জানা যাচ্ছে, এখনও সেদেশের হাসপাতালের ১২ শতাংশ স্টাফ এবং ৬ শতাংশ বেসরকারি চিকিৎসক এখনো টিকা নেননি।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান জানিয়েছেন, ফ্রান্সে ২৭ লাখ স্বাস্থ্যকর্মী অতিমারীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। গত জুলাই মাসে সমস্ত সাস্থকর্মী এবং ফায়ার সার্ভিস কর্মীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে অন্তত এক ডোজ করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়। ভ্যাকসিন না নিলে বিনা বেতনে কর্মীদের বরখাস্ত করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। তাই ভ্যাকসিন না নেওয়া তিন হাজার সাস্থকর্মীকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।