দেড় মিলিওনে প্রিন্সের পদক, সৌদি ধনকুবেরের জালিয়াতি!
অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অনুদানের বিনিময়ে মাহফুজ মারেই মুবারক বিন মাহফুজ নামের এক সৌদি ধনকুবেরকে ব্রিটেনের রাজকীয় পদক সিবিই পেতে সহযোগিতা করেছেন মাইকেল ফাউসেট।
দীর্ঘ সময় ধরে প্রিন্স অব ওয়েলস, চার্লসের সহযোগী হিসেবে কাজ করেছেন অভিযুক্ত মাইকেল ফাউসেট।
মাহফুজ মারেই মুবারক বিন মাহফুজ ২০১৬ সালের নভেম্বরে বাকিংহাম রাজপ্রাসাদে চার্লসের হাত থেকে সিবিই পদক গ্রহণ করেন। ব্রিটেনে রাজকীয় অনুষ্ঠানের একটা আনুষ্ঠানিক তালিকা থাকে । সেখানে মাহফুজের পুরস্কারের বিষয়টি উল্লেখ ছিল না। এ পুরস্কার পেতে দেড় মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ খরচ করেছিলেন মাহফুজ। তবে,পদকে কেলেঙ্কারির বিষয়টি নিয়ে চার্লস ফাউন্ডেশন তদন্ত করছে বলে জানিয়েছে।