November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

৫০০০ কোটি নিয়ে নাইজেরিয়ায় সেফ মোদির রাজ্যের ফ্রড  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রো এক ব্যাঙ্ক জালিয়াতি। ওয়ান্টেডের লিস্টে আরোও এক কোটিপতির নাম। যদিও তিনিও এখন পাড়ি দিয়েছেন বিদেশে। বিজয় মালিয়া, ললিত মোদি, নীরব মোদি, মেহুল চোকসির পর এবার সামনে এলো ৫ হাজার কোটি টাকার ঋণখেলাপির। অভিযোগ উঠল খোদ মোদির রাজ্য গুজরাটের ব্যাবসায়ী নীতীন সনদেসারা এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

গুজরাটের ভদোদারার স্টারলিং বায়োটেক নামে একটি সংস্থার মাধ্যমে ৫ হাজার কোটির জালিয়াতি করার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। সনদেসারা ইতিমধ্যেই ইডি এবং সিবিআইয়ের ওয়ান্টেডের তালিকায় আছেন।

সিবিআইয়ের তরফে স্টারলিং বায়োটেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার অভিযোগ উঠেছে, ওই সংস্থার ডিরেক্টর নীতীন সনদেসারা, চেতন সনদেসারা, দীপ্তিবেন সনদেসারা, রাজভূষণ ওমপ্রকাশ দীক্ষিত, বিলাস যোশী, হেমন্ত হাথি এবং অনুপ গার্গের বিরুদ্ধে। এদের মধ্যে গার্গকে গ্রেপ্তার করা গিয়েছে। কিন্তু মূল তিন অভিযুক্ত ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে।

এই সংস্থাটি মোট ৩০০টি শাখা এবং বেনামি সংস্থা খুলে মোট ৫ হাজার কোটি টাকার প্রতারণা করেছে বলে অভিযোগ। গুজরাট সরকারের নাকের ডগায় এত কিছু হয়েছে তা অথচ প্রশাসনের কর্মকর্তারা টের পাননি, মানতে নারাজ বিরোধীরা। তারা বলছেন, এর সঙ্গে সরকারের সরাসরি যোগ রয়েছে।

রবিবার খবর ছড়িয়ে পড়ে নীতীন সনদেসারা এবং তাঁর ভাই চেতন সনদেসারা, ভাইয়ের বউ দীপ্তিবেন সনদেসারা সংযুক্ত আরব আমিরাতে ধরা পড়েছেন। সেই মতো ভারতের তরফে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করার জন্য ভারতের তরফে আমিরাতের কাছে আবেদন করারও প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন ভারতীয় কর্মকর্তারা।

কিন্তু, এরই মধ্যে জানা যায় সনদেসারারা আমিরাতে ধরা পড়েননি। নাইজেরিয়ায় পালিয়ে গিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে নাইজেরিয়ার সঙ্গে ভারতের কোনও প্রত্যার্পণ চুক্তি নেই। তাই এই পলাতক ব্যবসায়ীদের দেশে ফেরানো বেশ কঠিন কাজ হবে ।

Related Posts

Leave a Reply