আগামী নভেম্বর পর্যন্ত ‘ফ্রি রেশন’ দেশের মানুষকে: ঘোষণা প্রধানমন্ত্রীর
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমসঃ
আরও ৫ মাস ভারতীয় জনগণের জন্য বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করলো সরকার। করোনা সংকটের সঙ্গে যুঝতে দেশের মানুষের খাদ্য নিশ্চিত করতে এই পদক্ষেপ বলে দাবি করা হয়েছে প্রধান মন্ত্রীর তরফে .আজ মঙ্গলবার আনলক -১ এর শেষ দিনে জাতির উদ্যেশ্যে ভাষণ দিতে গিয়ে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদী জানান, আগামী নভেম্বর পর্যন্ত দেশের ৮০ কোটি গরিব মানুষ বিনে পয়সায় এই রেশন পাবেন। অর্থাৎ জুলাই থেকে নভেম্বর আরও ৫ মাস চালু থাকবে এই প্রকল্প। প্রসঙ্গত গত এপ্রিল মাস থেকে থেকেই প্রথম ফেজে তিন মাস এই রেশন দেওয়ার ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী জানান প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় করা মোট খরচের পরিমান দেড় লক্ষ কোটি টাকা।