November 25, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ওপার বাংলা রোজনামচা

খাঁচা থেকে মুক্তি দেওয়া হলেও উড়তে পারলো না পাখিগুলো !

[kodex_post_like_buttons]

নিউজ  ডেস্কঃ

বিরল প্রজাতির মোট ২৮টি পাখি। আনা হয়েছিল পাচারের জন্য। বর্ডার গার্ড বাংলাদেশ পাখিগুলোকে উদ্ধার করার পর তাদের মুক্তির ব্যবস্থা করে। কিন্তু পাখিগুলো উড়তে পারল না। চোরাচালানকারীরা প্রতিটি পাখির একটি ডানার পাখা তুলে ফেলে। যে কারণে তারা আর উড়তে পারলো না। উড়তে না পাড়ায় সেগুলো বাংলাদেশের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানোর ব্যবস্থা করা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে একাধিক বাক্সে বন্দি ২৮টি পাখি উদ্ধার করে বিজিবি। গতকাল বিকেলে পাখিগুলোকে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। বিজিবি-২৫ ব্যাটালিয়নের তরফে কর্নেল মোহম্মদ শাহ্ আলীর উপস্থিতিতে পাখিগুলোর মধ্যে থেকে কয়েকটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টাকরা হয়। কিন্তু সেগুলো সামান্য দূরে গিয়েই নিচে পড়ে যায়। পরে দেখা যায় যে পাখিগুলোর প্রতিটির একটি করে ডানার পাখা তুলে ফেলা হয়েছে।

 

Related Posts

Leave a Reply