November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

ইতালির সৈকত থেকে বালি চুরি করে বিমানবন্দরে গ্রেপ্তার ফ্রান্সের নাগরিক !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

তালির সৈকত থেকে বালি চুরি করে বিমানবন্দরে গ্রেপ্তার ফ্রান্সের নাগরিক! শুধু তাই নয় বালির ওজন করে প্রায় সোয়া ১ হাজার ডলার জরিমানা দিতে হলো ওই ব্যক্তিকে। গত ১ সেপ্টেম্বর ইতালির ক্যাগলিয়ারি এলমাস বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। তার ব্যাগে একটি বোতলের মধ্যে পাওয়া যায় মোট ৪.৪ পাউন্ড বালি। যার জন্য নিয়ম মেনে ওই পর্যটককে ১ হাজার ২০০ ডলার জরিমানা করা হয়।

জানা যাচ্ছে, ইতালির এই সৈকতের বালি যথেষ্ট আকর্ষণীয়। বিভিন্ন রঙের বালি পাওয়া যায় এই সমুদ্র সৈকতে। গত বছর স্থানীয় প্রশাসন একটি অনলাইন সাইটের সন্ধান পান, যেখানে দেদার চলছে এই সৈকতের বালি বিক্রি। প্রসঙ্গত, ২০১৭ সালে সারিদিনিয়া সৈকত থেকে কোনো ভাবে বালি হস্তগত করা অবৈধ ঘোষণা করা হয়। যদি কেউ এধরণের চেষ্টা করে তাহলে তার ৫০০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

Related Posts

Leave a Reply