January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা শারীরিক

আলুভাজা খেলেই টাকে গজাবে চুল, তবে… 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

চুলহীন মাথায় চুল গজানোর অদ্ভুব এক উপায় শনাক্ত করেছে বিজ্ঞানীরা। তবে বিষয়টি শুনতে বেশ হাস্যকর মনে হতে পারে। আলুভাজা খেলে চুলহীন মাথায় চুল গজায়! সম্প্রতি জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞানীদের গবেষণায় এমন তথ্য উঠে এসছে।

তবে এই আলুভাজা কিন্তু বাড়ির ভাজা আলু নয়। সংবাদমাধ্যম ‘রিফাইনারি ২৯’-এর প্রতিবেদন অনুযায়ী, জাপানি বিজ্ঞানীরা জানিয়েছেন, আলুভাজাটি হতে হবে ‘ফ্রেঞ্চ ফ্রাই’ এবং সেটির প্রস্তুতকারক সংস্থাটি হতে হবে ম্যাকডোনাল্ডস।

বিজ্ঞানীদের মতে, ম্যাকডোনাল্ডস-এর ফ্রেঞ্চ ফ্রাইতে এমন এক রাসায়নিক রয়েছে, যা চুলহীনতার মোকাবেলা করতে পারে। সিলিকন থেকে তৈরি সেই রাসায়নিকটির নাম ‘ডাইমিথাইলপলিসিলোকজেন’। এই উপকরণটি ফ্রেঞ্চ ফ্রাইয়ের তৈলাক্ত ভাব দূর করে। তেলের সঙ্গে মিশিয়েই এটি ব্যবহার করা হয়।

ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদল প্রথমে এই রাসায়নিক ইঁদুরের উপরে পরীক্ষা করেন, তাতে সুফল মিললে তারা জানান, এটি মানুষের মাথায়ও চুল গজানোর মতো ক্রিয়ায় কাজে আসতে পারে। তাদের গবেষণাপত্রটি ‘বায়োমেটিরিয়ালস’ নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে।

তবে সেই সঙ্গে একথাও বিজ্ঞানীরা জানিয়েছেন, কেবল আলুভাজা খেলেই হবে না। এই রাসায়নিকটি অবশ্যই থাকতে হবে। ভাবা যায়!

Related Posts

Leave a Reply