এবার কি ফ্রিদা
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বলিউডে লেগেছে বিয়ের ধুম। ইতিমধ্যেই গাঁটছড়া বেঁধেছেন ‘দীপবীর’ অর্থাৎ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর কাপুর। তারপরই চারহাত এক হয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও পপ স্টার নিক জোনাসের। বিয়ে বিয়ে গন্ধ ছড়িয়ে রয়েছে গোটা বি-টাউনে। এমন সময় কানাঘুষা শোনা যাচ্ছে, আরও এক সুন্দরীর বিয়ের খবর। আগামী বছরেই বিয়ে করতে চলেছেন ‘স্লামডগ মিলিওনিয়ার’ খ্যাত অভিনেত্রী ফ্রিদা পিন্টো।
জানা গেছে, প্রেমিক তথা অ্যাডভেঞ্চার ফটোগ্রাফার কোরি ট্রনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি এবং ২০১৯-এ হতে চলেছে এই বিয়ের অনুষ্ঠান। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি ফ্রিদা। কিন্তু তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট অনেক কথাই বলে দিচ্ছে। সেখানে প্রেমিক ট্রনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মোগলি: লেজেন্ড অব দ্য জঙ্গল’ ছবির ট্রেলার। এই ছবিতেও একটি চরিত্রে অভিনয় করছেন ফ্রিদা।