ফুটবলের প্রীতি ম্যাচ: করোনা পজিটিভ বনাম করোনা নেগেটিভ !
কলকাতা টাইমসঃ
করোনা পজিটিভ বনাম করোনা নেগেটিভদের ফুটবল ম্যাচ! হ্যা, ঠিকই পড়ছেন।এমনই এক অভিনব ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল স্পেনের নাভারা অঞ্চলের কিছু ফুটবল অন্ত যুবক। সেখানকার পাম্পলোনা শহরে আগামীকাল অর্থাৎ সোমবার করোনা পজিটিভ এবং নেগেটিভ খেলোয়াড়দের নিয়ে একটি ফুটবল ম্যাচের উদ্যোগ নেওয়া হয়েছিল।
কিন্তু শেষপর্যন্ত এই বিরল উদ্যোগে ঘুরিয়ে বাঁধ সাধে স্থানীয় পুলিশ। ঠিক করা হয়েছিল, অভিনব এই ম্যাচ থেকে উঠে আসা অর্থ করোনা সংক্রান্তদের চিকিৎসার জন্য ব্যয় করা হবে বলে ঠিক করেছিলেন উদ্যোক্তারা। কিন্তু এরই মধ্যে খারাপ খবর হলো, উদ্যোক্তাদের মধ্যে ২৩ বছর বয়সী এক যুবককে নাগরিক আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ইউরো জরিমানা করা হয়েছে পুলিশের তরফে। উদ্যোক্তাদের মতে তাদের মহৎ উদ্যোগে জল ঢালতেই পুলিশের এই কারসাজি।