January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সাংবাদিক থেকে রাষ্ট্রপতি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

হিস্ট্রি, পলিটিক্যাল সাইন্স আর আইনে মাস্টার্স শেষ করে শিক্ষক হিসেবে জীবন শুরু। একই সঙ্গে চালিয়ে গেছেন সাংবাদিকতাও। সেখানথেকেই উঠে আসেন দেশের রাজনীতির শীর্ষে। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে গর্বিত করেন আপামর বাংলাভাষী মানুষকে। ইনিই সদ্য প্রয়াত প্রণব মুখার্জি। প্রণববাবুর জন্ম ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর। বীরভূম জেলার কীর্ণাহারের এক সাধারণ পরিবারে।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। একসময় কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা অজয় মুখার্জীর বাংলা কংগ্রেসে যোগ দেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার তৎপরতা দীর্ঘদিন মনে রাখবেন বাংলাদেশের জনগণ। ইন্দিরার মানসপুত্র বলা হতো প্রণব মুখার্জিকে। ১৯৮২ সালে তাকে সবচেয়ে কম বয়সী অর্থমন্ত্রী হিসেবে তাকে তুলে আনেন ইন্দিরা গান্ধী।

পাঁচবার রাজ্যসভাযর সাংসদ হয়েছেন। লোকসভায় নেতৃত্ব দেন ২০০৪ সাল থেকে ২০১২, দীর্ঘ ৮ বছর। যা তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। ২০১২ সালে ভারতের ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন প্রণববাবু। এর আগে দীর্ঘকাল অর্থ এবং পররাষ্ট্র মন্ত্রকের মতন দেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রক দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। সকলকে নিয়ে চলতে পাড়ার গুনের কারণে তাকে রাজনীতির চাণক্য নামে অভিহিত করা হয়।

Related Posts

Leave a Reply